dailydinlipi24 দৈনিক দিনলিপি ৩০ অক্টোবর ২০২৪ , ১০:৩৮ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন আমাদেরকে দল বল নির্বিশেষে একত্রিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সম্ভাবনার বাংলাদেশের আয়োজনে রক্তাক্ত ২৮ অক্টোবর ফ্যাসিবাদের উত্থান পথ হারিয়েছিল বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা আরো বলেন,২০০৬ সালের ২৮ আওয়ামী লীগ দুই একজনকে হত্যা করার জন্য যায়নি তারা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃত্বদের হত্যা করে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করতে কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিল শিবিরের কর্মীরা তাদের সাথে নিরস্ত্র ভাবে যুদ্ধ চালিয়ে বিজয়ী হয়েছিল। তিনি আরো বলেন আপনারা সংষ্কার চান তাহলে আগে শেখ হাসিনাকে ২০০৬ সালের এই হত্যাকান্ডের জন্য দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করুন।
দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ডঃ আব্দুল লতিফ মাসুম,লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,কবি ও লেখক আব্দুল হাই শিকদার সহ আরো অনেকই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।