স্বাস্থ্য

টেনিল মানসিক চাপ যন্ত্রনায় নির্দেশিত অত্যান্ত কার্যকরী ঔষধ

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:৫৮ পিএম

টেনিল
টেনিল মানসিক চাপ যন্ত্রনায় নির্দেশিত অত্যান্ত কার্যকরী ঔষধ , স্বল্প মাত্রায় সেবনে এটি ক্ষেএবিশেষ দুশ্চিন্তা এবং মানসিক চাপ কমায়। অধিকমাত্রায় সেবনে এটি সিডেটিভ বৈশিষ্ট্য ও মাংস পেশীর শিথিলতা উদ্রেক করে।

ব্যবহার :
উদ্বেগ এবং উদ্বেগজনিত অসুখ যেমন ডিস্টাবের্ন্স অব কার্ডিওভাসকুলার এবং রেসপিরেটরী সিস্টেম , ফাংশনাল ডিসটার্বেন্স ইন গ্যাস্টস্টইন্টেটিনাল সিস্টেম , ফাংশনাল ডিসটার্বেন্স অব জেনিটোইউরিনারী সিস্টেম এবং সাইকোসোমাটিক ডিসঅর্ডার ।

 

Tenil in Bangla

ব্যানিজ্যিক নাম: টেনিল Tenil

জেনেরিক : ব্রােমাজিপাম

ধরন : ট্যাবলেট

পরিমাপ: 3 Mg

চিকিৎসাগত শ্রেনী : Benzodiazepine sedatives

উৎপাদনকারী : Acme Laboratories Limited

দেশ : বাংলাদেশ

 

খাওয়ার নিয়ম / ব্যবহাররের নিয়ম

টেনিল  খাওয়ার  নিয়ম / ব্যবহারের নিয়ম

৩ মি.গ্রাম থেকে  ১৮, মিলি গ্রাম  (বিভাজিত  করে)  প্রতিদিন  করা যেতে পারে।

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

 

সাধারণত  পার্শ্ব  প্রতিক্রিয়া  যেমন ঘুম ঘুম ভাব, নিদ্রা , ভারসাম্য  লোপ  এবং এটাক্সিয়া  ইত্যাদি।

 

সতকর্তা :

বেনজোডায়জিপিন  এবং বেনজোডায়াজিপিন  এর  মত এজেন্ট  সেবনের ফলে  এর প্রতি  রোগীর  দৈহিক  ও মানসিক নির্ভরতা জন্মে।  এই নির্ভরতা ঔষধের  মাএা ও সেবনকালীন সময়ের   উপর  নির্ভর করে।

এলকোহলসেবীদের ক্ষেএে  এই নির্ভরতা  বেশী দেখা যায় ।

এই ঔষধটি হঠাৎ  করে  সেবন বন্ধ  করার  ফলে  প্রত্যাহার  পরবর্তী  অবাঞ্ছিত  প্রতিক্রিয়া  যেমন মাথা ব্যাথা, পেশীতে ব্যথা, তীব্র  উদ্বেগ ,  অস্থিরতা , বিভ্রান্তি , ক্রোধ  প্রবনতা  পরিলক্ষিত  হয়।  তাই   ঔষধ  প্রত্যাহার পরবর্তী  অবাঞ্ছিত  প্রতিক্রিয়া  এড়ানোর  জন্য  ঔষধ সেবনের  মাএা ধীরে  ধীরে  কমিয়ে , ঔষধ সেবন বন্ধ করতে হবে । মানসিক  সমস্যা জনিত  অনিদ্রার ক্ষেএে  প্রাথমিক  চিকিৎসা  হিসেবে  টেনিল নিদের্শিত হয়।

গাড়ী চালানোর  সময় বা ভারী যন্ত্রপাতি  চালানোর সময়  সর্তকতা  অবলম্বন করা উচিত ।