dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৯ পিএম
দেশপ্রেমিক নাগরিকদের
সমন্বয়ে, সার্বভৌমত্ব আন্দোলন এর আত্মপ্রকাশ!
রাষ্ট্রের অখন্ডতা, বহি:শক্র প্রতিরোধ, জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ আগ্রাসন বিরোধী।
দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে ।সার্বভৌমত্ব আন্দোলন এর আত্মপ্রকাশ করে। আজ ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সভায় এই ঘোষণা করেন আহ্বায়ক মুহাম্মদ সাইফুল বিন হানিফ।
এ সময় একটি ঘোষণা পত্র পাঠ করেন
সার্বভৌমত্ব আন্দোলন এর ১১ দফা দাবি নিয়ে এই “সার্বভৌমত্ব আন্দোলন ” নামে আমাদের এই যাএা শুরু।
এসময় মুহাম্মদ সাইফুল বিন হানিফ বলেন, দেশটা আমাদের, আমাদেরকেই দায়িত্ব নিতে হব।
তিনি আরও বলেন আসুন আমরা, জুলাই -আগস্ট ছাত্র -জনতার গনঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষে সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করি।
মনে রাখবেন, আপনার সঠিক সিদ্ধান্তেই নিশ্চিত হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ । আর আপনার নিষ্ক্রিয়তা বা সিদ্ধান্তহীনতায় বেহাত হতে পারে হাজারো ছাত্র – জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ।
নষ্ট হতে পারে আগামী প্রজন্মের ভবিষ্যৎ ।
এসময় বক্তব্য রাখেন সাবেক জাতীয় পার্টি সংসদ সদস্য ব্যারিষ্ঠার শামীম হায়দার পাটোয়ারী তিনি বলেন সার্বভৌমত বলতে শুধু সীমানা নয়, দেশের ভিতর অনেক কিছু পরির্বতন করতে হবে।