জাতীয়

নবুয়তী ধারার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া মুসলিম জাতির মুক্তি নেই – ড. একে এম মাহবুবুর রহমান

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ২ নভেম্বর ২০২৪ , ১১:৩৬ এএম

 

নবুয়তী ধারার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া মুসলিম জাতির মুক্তি নেই । ড. একে এম মাহবুবুর রহমান

 

ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে নবুয়তী ধারার খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি পক্রিয়া শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র নায়েবে আমির ড. একেএম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় তিন দফা দাবি পেশ করেন।

দাবী সমূহ:
১. জীবনের সর্ব ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা তথা কোরআন সুন্নাহকে সকল আইনের মৌলিক উৎস হিসেবে ঘোষণা করা।

2. কুরআন , সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে যুগ চাহিদার আলোকে সংবিধান প্রনয়ণ ও বাস্তবায়ন করা।
3. নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষেত্রে নবুয়তী ধারার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

 

বক্তব্য রাখেন- আধ্যাপক আব্দুল হামিদ (নায়েবে আমির) , মাওলানা আমিরুল ইসলাম , (নায়েবে আমির) ড. হানিফ খান ( ডীন ইউনিভার্সিটি কুমিল্লা ) অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার , উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান , নাসিরুদ্দিন টগর, মোর্শেদ খান।

 

 

বক্তাগন বলেন, আরমা গনতন্ত্র , রাজতন্ত্র সহ বহু বাদ- মতবাদ দেখেছি , কোথায় ও এ সকল পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আবার খেলাফত প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদ ও সন্ুাস দেখেছি , যার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই ।

 

 

তাই কুরআন সুন্নাহর বিধানকে বাদ দিয়ে ইহুদি নাসারা ও নাস্তিকদের ফর্মুলা থেকে ফিরে এসে ইসলামের মূল ধারায় সম্পর্কক্ত হয়ে দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানোর জন্য ইসলামের প্রতিষ্ঠা র নামে চলমান সংগঠন , দেশের পীর মশায়েখ , আলেম সমাজ , ইসলামি চিন্তাবিদ, সাংবাদিক সাংবাদিক সহ দেশের সকল শ্রেনী পেশার মুসলমানদের প্রতি আহ্বান জানান ।