জাতীয়

নারিকেল গাছের পূর্ণাঙ্গ সার ব্যবস্থাপনা।

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৭ অগাস্ট ২০২৪ , ২:২৬ পিএম

নারিকেল গাছের পূর্ণাঙ্গ সার ব্যবস্থাপনা।

নিজস্ব প্রতিবেদক:

নারিকেল বাংলাদেশের অন্যতন প্রধান অর্থকারী ফসল। এটির প্রতিটি অংশই কোন না কোন কাজে লাগে। ভালো ফলন পেতে সঠিকভাবে যত্ন নিতে হবে। সঠিক পরিমাণে সার দিতে হবে।

মাটি নির্বাচন:

নারিকেল গাছের জন্যে নিকাশযুক্ত দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি উত্তম।

চারা রোপন করার সময়:

জুন মাস(মধ্য জৈষ্ঠ)থেকে সেপ্টেম্বর (মধ্য আশ্বিন) মাস পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময়।

নারিকেল গাছে পূর্নাঙ্গ সার ব্যবস্থাপনা ও প্রয়োগ পদ্ধতিঃ

নারিকেল গাছের চারা রোপনের পূর্বে গর্ত প্রস্তুত করতে হবে। গর্তের পরিমাপ হবে(১×১× ১ মিটার)।
গর্তে কি কি সার কি পরিমাণে প্রয়োগ করবেন-

গোবর — ৮-১০ কেজি
টি এস পি-২৫০ গ্রাম
এমওপি-৪০০ গ্রাম
জিংক সালফেট-১০০ গ্রাম
বোরন সার-৫০ গ্রাম
নারিকেল গাছ লাগানোর পর থেকে প্রতিবছর নিম্নলিখিত হারে সার প্রয়োগ করতে হবে:

১-৪ বছর বয়সী নারিকেল গাছের জন্যে সারের পরিমাণ;-
গোবর সারঃ-১০ কেজি
ইউরিয়াঃ-২০০ গ্রাম
টিএসপিঃ-১০০ গ্রাম
এমওপিঃ-৪০০ গ্রাম
জিপসামঃ-১০০ গ্রাম
জিংক সালফেটঃ-৪০গ্রাম
বোরিক এসিডঃ-১০ গ্রাম

৫-৭ বছর বয়সী নারিকেল গাছের জন্যে সারের পরিমাণ;
গোবর সারঃ-১৫ কেজি
ইউরিয়াঃ-৪০০গ্রাম
টিএসপিঃ-২০০গ্রাম
এমওপিঃ-৮০০গ্রাম
জিপসামঃ-২০০গ্রাম
জিংক সালফেটঃ-৬০গ্রাম
বোরিক এসিডঃ-১৫ গ্রাম

৮-১০ বছর বয়সী নারিকেল গাছের জন্যে সারের পরিমাণ;
গোবর সারঃ-২০ কেজি
ইউরিয়াঃ-৮০০গ্রাম
টিএসপিঃ-৪০০গ্রাম
এমওপিঃ-১৫০০ গ্রাম
জিপসামঃ-২৫০গ্রাম
জিংক সালফেটঃ-৮০গ্রাম
বোরিক এসিডঃ-২০ গ্রাম

১১-১৫ বছর বয়সী নারিকেল গাছের জন্য সারের পরিমাণ;
গোবর সারঃ-২৫ কেজি
ইউরিয়াঃ-১০০০গ্রাম
টিএসপিঃ-৫০০ গ্রাম
এমওপিঃ-২০০০গ্রাম
জিপসামঃ-৩৫০গ্রাম
জিংক সালফেটঃ-১০০গ্রাম
বোরিক এসিডঃ-=৩০ গ্রাম

১৬-২০ বছর বয়সী নারিকেল গাছের জন্যে সারের পরিমাণ;
গোবর সারঃ-৩০ কেজি
ইউরিয়াঃ-১২০০গ্রাম
টিএসপিঃ-৬০০গ্রাম
এমওপিঃ-২৫০০গ্রাম
জিপসামঃ-৪০০গ্রাম
জিংক সালফেটঃ-১৫০গ্রাম
বোরিক এসিডঃ-৪০গ্রাম

২০ বা তার ঊর্ধ নারিকেল গাছের জন্যে সার প্রয়োগ মাত্রা;
গোবর সারঃ-৪০ কেজি
ইউরিয়াঃ-১৫০০গ্রাম
টিএসপিঃ-৭৫০গ্রাম
এমওপিঃ-৩০০০গ্রাম
জিপসামঃ-৫০০গ্রাম
জিংক সালফেটঃ-২০০গ্রাম
বোরিক এসিডঃ-৫০ গ্রাম

নারিকেল গাছে সার প্রয়োগ পদ্ধতিঃ-
যেকোন বয়সের নারিকেল গাছের জন্যে দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হবে।প্রথম কিস্তিতে উপরের উল্লেখিত সারের অর্ধেক পরিমাণ মে মাসে এবং দ্বিতীয় কিস্তিতে বাক