সারাদেশ

নিরলসভাবে কাজ করে চলেছে সাজেদা ফাউন্ডেশনের কর্মীরা

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৭ অগাস্ট ২০২৪ , ৩:১২ পিএম

উল্লেখিত ছবিতে যিনি ভেলা চালাচ্ছেন তিনি মোঃ কবির হোসেন, সাজেদার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের নোয়াখালী-১৯৩ সদর শাখার মাঠ কর্মী, এবং আরেকজন লিটন সুত্রধর, সেখানকারই অফিস সহকারী।
গত ২৩শে আগস্ট নিয়মিত কাজের অংশ হিসেবে, কবির হোসেন মোবাইল ফোনে বন্যাকবলিত সদস্যদের খোঁজখবর নিচ্ছিলেন। নোয়াখালী সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের কিছু সদস্য জানায় যে তারা দুই দিন ধরে খাবারের অভাবে ভুগছেন। বাড়িতে গবাদি পশু থাকায় তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না।
এই খবর পেয়ে, কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে ত্রাণ সামগ্রী কাঞ্চনপুরে পৌঁছে দেওয়া জরুরি। গ্রামটি অফিস থেকে ৫ কিলোমিটার দূরে এবং পুরো রাস্তায় পানি জমে থাকায় যাতায়াত কঠিন ছিল। ভ্যানে ত্রাণ বোঝাই করে তারা পানির মধ্য দিয়ে কাঞ্চনপুরের পাকা রাস্তার শেষ প্রান্তে পৌঁছে।
গ্রামের ভিতরে কাঁচা রাস্তা ও নিচু এলাকায় পানি বেশি থাকায় হেঁটে যাওয়া সম্ভব ছিল না। আশেপাশে নৌকা না পেয়ে তারা একটি পরিত্যক্ত কলাগাছের ভেলা ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
স্থানীয়দের সাহায্যে ভেলাটি মেরামত করে তারা ত্রাণ সামগ্রী নিয়ে সদস্যদের বাড়িতে যান। তাদের কে দেখতে পেয়ে বন্যাকবলিত সদস্যরা বলেন- “আপনারা আসবেন চিন্তা করিনি। অনেকেই ফোনে যোগাযোগ করে কিন্তু পানি বেশি দেখে আসার সাহস করে না। আপনারা এসেছেন
আমাদেরকে বাঁচাতে, তার জন্য অনেক ধন্যবাদ এবং দোয়া।”
এরকম অসংখ্য পানিবন্দি পরিবারের কাছে জরুরি ত্রাণসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে সাজেদা ফাউন্ডেশনের কর্মীরা। আপনার সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের জীবন বাঁচাতে পারব। অনুদান দিয়ে আমাদের পাশে থাকুন|