dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৪ অগাস্ট ২০২৪ , ৮:১৭ পিএম
বন্যার্তদের পাশে দাঁড়াতে রবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক:
ভারী বৃষ্টি ও উজানের পানিতে সম্প্রতি প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। একইসাথে পাহাড়ি এলাকা খাগড়াছড়িতেও লাখো মানুষ রয়েছে বন্যার কবলে। প্রাকৃতিক এই বিপর্যয়ে আক্রান্ত মানুষের পাশে যৌথভাবে দাঁড়িয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন ।
১৫০ জনের অধিক স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছে রবি ও বিদ্যানানন্দ। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দূরহ হয়ে পড়লেও ইতোমধ্যেই ফেনী থেকে প্রায় ৫০০ মানুষকে নিরাপদস্থলে পৌঁছে দিয়েছে তারা। তাছাড়াও চাল, ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জুস, স্যানিটারি ন্যাপকিন সহ ২০০০ এরও বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।
ভবিষ্যতেও যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে রবি প্রতিশ্রুতিবদ্ধ।