dailydinlipi24 দৈনিক দিনলিপি ১৩ অক্টোবর ২০২৪ , ৮:৩০ পিএম
পোশাক ও ঔষধ শিল্পে চলমান অস্থিরতা ও নৈরাজ্য বন্ধে করনণীয় শীর্ষক শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আ. ন.ম শামসুল ইসলাম তিনি বলেন আমরা চাই শ্রমিকদের অধিকার যাতে আমরা আদায় করতে পারি শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় শ্রমিকরা যাতে কষ্ট না পায় আমরা তার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো
তিনি আরো বলেন আমাদের একটি ঐক্যের দ্বারা শুরু হয়েছে আমরা এ ঐক্যের দ্বারাটা বজায় রেখে শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নয়ন,গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক খাদিজা আক্তার,সহ বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।