dailydinlipi24 দৈনিক দিনলিপি ২ নভেম্বর ২০২৪ , ১২:৩৭ পিএম
মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান বৃদ্ধি ও দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আরবি শিক্ষা অপরিহার্য।
ডাক্তার , ইন্জিনিয়ার, প্রফেসর , ব্যবসায়ী সহ অনেক পেশায় বাংলাদেশী রয়েছেন। এ পেশাজীবির চাহিদা দিন দিন বেড়েই চলেছে । তেল , গ্যাস ও খনিজ সম্পদের খনিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজকর্ম চলে। ঐ সকল কাজে পেশাগত সনদের পাশাপাশি বিশেষ নিরাপত্তা সনদ অর্জনের প্রয়োজন হয়।
ঐ সকল কাজে কাজে নিযুক্তির জন্যে আরবি অথবা ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে হয়। সে পরিক্ষায় পাশ করলে অধিক বেতনের চাকুরীতে যোগদান করা যায়।
২৮ টি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে আরবি ভাষায় শর্ট কোর্স ছাড়াও মাষ্টাস ও পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে
আরবি ভাষা শিখে মধ্য প্রাচ্যে গেলে রেমিট্যান্স প্রবাহে আরও গতি বাড়বে।