জাতীয়

রাজনীতি- পরকীয়া সহ নানা ইস্যুতে চাকরি হারানো সশস্ত্র বাহিনীর  সদস্যদের পুনর্বহালের দাবি

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ৯ অক্টোবর ২০২৪ , ৪:১৪ পিএম

রাজনীতি- পরকীয়া সহ নানা ইস্যুতে চাকরি হারানো সশস্ত্র বাহিনীর  সদস্যদের পুনর্বহালের দাবি।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চাকরি পুনর্বহালসহ পাওনা সকল সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণ, পরকীয়া, ডমেস্টিক ভায়োলেন্সসহ নানা কারণে সশস্ত্র বাহিনীর চাকুরিচ্যুত সদস্যরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সহযোদ্ধা’ প্লাটফর্মের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। এসময় দাবি আদায়ে যেকোনো কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সম্মেলনে চাকরিচ্যুত সদস্যরা তাদের উপর হওয়া বৈষম্যর পাশাপাশি নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় দাবি আদায়ের পাশাপাশি সশস্ত্র বাহিনীর একতরফা বিচার ব্যবস্থা সংস্করণের আহ্বানও জানান তারা। সম্মেলনে শতাাধিক চাকরিচ্যুত সদস্য উপস্থিত ছিলেন।

 

এসময়  একজন বলেন মসজিদে  নামাজের কাতারে  দাঁড়ানো নিয়ে  সৈনিককে মারধর ও চাকুরীচ্যুত  করেন। বিমান বাহিনীর এক সৈনিক বলেন তাকে যম টুপি  পড়িয়ে  আয়না ঘরে বন্ধি রাখা এবং চাকুরীচ্যুত  করা হয় ।

ভুক্তভোগী  সশস্ত্র বাহিনীর  সদস্যদের পেনশন  ও চাকুরীতে  ফিরিয়ে  নেওয়ার  আহ্বান জানান ।