dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৪ অগাস্ট ২০২৪ , ৮:২৭ পিএম
কুমিল্লার সাবেক সাংসদ ডা. প্রাণ গোপাল সহ ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা।
কুমিল্লা প্রতিনিধি:
হ-ত্যা ও বিস্ফো-র-ণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মা-ম-লা দায়ের করা হয়েছে। মা-ম-লায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসানের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডিবি প্রধান হারুন অর-রশিদ, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপদেষ্টা এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, হুন্ডা চোর শাহজাহান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, মিঠু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দীন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন সহ আসামী হিসেবে ৫৫ জনের নাম উল্লেখ করে হ-ত্যা-র সাথে জড়িত বলে অভিযোগ আনা হয়। ওই মা-ম-লা আরও ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপি’র কদমতলী থানায় ওই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয় গত ১৯ জুলাই বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইমন (২৬) নামে এক যুবককে গু-লি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়। নি-হ-ত ইমন এর আত্মীয় সানি বাদি হয়ে মা-ম-লা-টি দায়ের করেন। মা-ম-লা-টি এফআইআর ভুক্ত করা হয়েছে বলে কদমতলী থানা পুলিশ সূত্রে জানাগেছে।
ওই মা-ম-লা-য় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকেই আসামী করা হয়।
কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন মা-ম-লা-র বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে আমরা মা-ম-লা-টি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করেছি। আসামীদের গ্রে-ফ-তারের চেষ্টা চলছে।