dailydinlipi24 দৈনিক দিনলিপি ৩ অক্টোবর ২০২৪ , ৩:৪৫ পিএম
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবসায় পর্যালোচনা সভা ০২ অক্টোবর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল হান্নান খান, এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান জনাব মোঃ নাজমুস সায়াদাত, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান জনাব এ এ এম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স ডিভিশনের প্রধান জনাব আবু রুশদ ইফতেখারুল হক, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান জনাব মোঃ শাহরিয়ার খান, ফাইন্যান্সিয়াল এ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ শোয়েবসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের সাথে যুক্ত ছিলেন সকল শাখার ব্যবস্থাপক এবং উপশাখাসমূহের ইনচার্জবৃন্দ।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, সাময়িক তারল্য ব্যবস্থাপনায় যে অসুবিধা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিশ্চয়তার মাধ্যমে সে সমস্যা থেকে শীঘ্রই আমাদের উত্তরণ ঘটবে। আশা করি গ্রাহকবৃন্দ তাদের চাহিদামত লেনদেন করতে পারবেন।
সম্মানিত গ্রাহকগণকে তাদের আমানত নিয়ে আতঙ্কিত না হয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করেন তিনি। সোশ্যাল ইসলামী ব্যাংক খুব শীঘ্রই স্বাভাবিক লেনদেনে ফিরে আসছে উল্লেখ করে তিনি সম্মানিত গ্রাহকদের চাহিদামতো লেনদেন করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
তিনি গ্রাহকদের আরেকটু ধৈর্য্য ধরে ব্যাংকের পাশে থাকার এবং নির্দ্বিধায় আমাদের সাথে স্বাভাবিকভাবে লেনদেন করার আহ্বান জানান তিনি।