dailydinlipi24 দৈনিক দিনলিপি ৪ নভেম্বর ২০২৪ , ২:৪৮ পিএম
ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে এবং ঢাকা রোড সেফটি প্রোগ্রাম (DRSP) এর সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বারিধারায় ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয় এবং বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
শিক্ষার্থীরা প্রশিক্ষণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিরাপদে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ এর ব্যবহার, ট্রাফিক সাইন ও সংকেত মেনে চলাসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা লাভ করে।
শিক্ষার্থীরা প্রশিক্ষণে শেখা ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন বিষয় মেনে চলার ক্ষেত্রে তাদের প্রত্যয় ব্যক্ত করে।
উক্ত প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক গুলশান বিভাগ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জিয়াউর রহমান, ট্রাফিক বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকি, জাইকা’র প্রকল্প পরিচালক ইকোমুরি সান সহ জাইকা’র অন্যান্য কর্মকর্তাগন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিবাবকগণ এবং শিক্ষার্থীগন।