জাতীয়

বাংলাদেশ জন জোট (বাংলাদেশ পিপলস এলায়েন্স) জাতীয় সম্মেলন।

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৮ পিএম

বাংলাদেশ জন জোট (বাংলাদেশ পিপলস এলায়েন্স) জাতীয় সম্মেলন।
মূল কর্মসূচি :
*বৈষম্যহীন দেশ গঠনে মেধার যথাযোগ্য মূল্যায়ন করা এবং বেকারত্ব নিরসনে ছাত্র যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।
* কৃষি বান্ধব দেশ গঠন করে সাধারণ জনগণের ক্রয়ের সক্ষমতার নিত্য প্রয়োজনীয় দ্রুব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা।
*স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে সম্পূর্ণ স্বাধীন করা এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলা।
* বিচার বিভাগ , নির্বাচন কমিশন , দূর্নীতি দমন কমিশন , জন প্রশাসন , শিক্ষা , খাদ্য ও ব্যানিজ্য মন্ত্রনালয় শাসিত প্রতিষ্ঠান রুপে গড়ে তোলা ।

বক্তব্য রাখেন :

ব্যারিস্টার ফুয়াদ,  ব্যারিস্টার ফুয়াদ, সুব্রত চৌধুরী, নাজিমুদ্দিন আল আজাদ ,রাশেদ প্রধান , মোস্তাফিজুর রহমান ইরান,