About Us:

About Us:

ডেইলি দিনলিপি ডটকম:

দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে দৈনিক দিনলিপি এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দৈনিক দিনলিপি  দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট dailydinlipi24.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। সোশ্যাল ও ওয়েব মিলিয়ে দৈনিক দিনলিপি ডিজিটাল নতুন ধারার গণমাধ্যম হিসেবে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। dailydinlipi24.com যথাযথ পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার খবর পরিবেশন করে।

দৈনিক দিনলিপি ডিজিটালের সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে প্রায় ৫০ হাজারের দর্শকের সমর্থন। 50 হাজারের বেশি দর্শক প্রতিদিন চোখ রাখেন ইনডিপেনডেন্টের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। এ ছাড়া নতুন আঙ্গিকে এসেছে dailydinlipi24.com, যেখানে প্রতিদিন ভিড় করছেন ২০ হাজারের বেশি পাঠক। প্রতিদিন গড়ে ৩০ টি কনটেন্ট যাচ্ছে দৈনিক দিনলিপি ডিজিটাল প্ল্যাটফর্মে। থাকছে খেলা, বিনোদন, প্রযুক্তি, লাইফস্টাইল, আন্তর্জাতিক, অর্থনীতি, বিশ্লেষণ, মতামতসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সব খবর। আর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে থাকছে বিশেষ আয়োজন।

আমাদের সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক এবং ব্যবসা ক্ষেত্রের পেশাদার কর্মী দল। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা।

আমাদের প্রধান সম্পাদক হোসাইন মোহাম্মদ সরকার বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সাংবাদিক। তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ।

আমরা আমাদের পাঠকদের সামনে হাজির করি প্রাসঙ্গিক সব খবর। পাশাপাশি বিভিন্ন খবরের বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে খবরের ভেতরের খবর আমরা তুলে ধরার চেষ্টা করি। লেখা, ভিডিও, ইনফোগ্রাফ, সৃজনশীল গ্রাফিকস, ফটো স্টোরিসহ বৈচিত্র্যে ভরা আমাদের আয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আছে প্রায় ১ লক্ষ সাবস্ক্রিপশন। আর ফেসবুক পেজের সাথে সংযুক্ত আছে প্রায় ২ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেডসহ অন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও রয়েছে আমাদের সরব উপস্থিতি, যা দেশ ও বিদেশের লাখো মানুষকে প্রতিদিন সংযুক্ত রাখছে আমাদের সাথে।

রোডম্যান গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশজুড়ে আমাদের রয়েছে অভিজ্ঞ প্রতিনিধি দল। অনলাইন সংবাদের জন্য রয়েছে প্রচুর লিংক সংবলিত সার্ভার। নতুন সময়ে আমরা নতুন করে আমাদের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করতে চাই। আমরা এগিয়ে যেতে চাই এমন একটি যুগের দিকে, যেখানে সারা বিশ্বের প্রতিটি মানুষের সংবাদ, গল্প—সব মানুষকে ছুঁয়ে যাবে।

 

About Us:

DailyDinlipi24.com:

Daily Dinlipi has already established itself among the people as one of the top media of the country. dailydinlipi24  has been delivering unbiased, reliable and relevant news for over a century. Its own website dailydinlipi24.com and its social platform are very popular among readers and viewers. Dainik Dinlipi is committed to leading the way as a new generation of digital media combining social and web. dailydinlipi24.com serves the news of every district and upazila of Bangladesh with due diligence and sincerity.

Daily Dinlipi Digital has a support of about 50 thousand viewers on its social platform. More than 50,000 visitors visit Independent’s Facebook page and YouTube channel every day. Apart from this, dailydinlipi24.com has come in a new form, where more than 20 thousand readers are flocking every day. An average of 30 pieces of content are going on Daily Dinlipi digital platform every day. There are all the national and regional news of the country including sports, entertainment, technology, lifestyle, international, economy, analysis, opinion. And there are special arrangements on important issues.

We have a team of young and energetic journalists and business professionals. And this entire team is led by media veterans who have years of accumulated knowledge and experience in this field.

Our editor-in-chief Hossain Mohammad Sarkar is a leading journalist in Bangladesh. He has work experience in various leading media of the country.

We present all relevant news to our readers. Besides, we try to highlight the news inside the news through the analysis of various news, investigative reports. Our event is full of diversity including writing, videos, infographics, creative graphics, photo stories.

Our YouTube channels have around 1 lakh subscriptions. And there are about 2 lakh Facebook accounts connected to the Facebook page. We are also present on other social platforms like Instagram, Twitter, Threads, which keep millions of people from home and abroad connected with us every day.

We have experienced delegation across Bangladesh under the auspices of Rodman Group. There are many linked servers for online news. In new times we want to revive our thinking. We want to move towards an era where the news, stories of every person in the world will touch everyone