dailydinlipi24 দৈনিক দিনলিপি ৯ অক্টোবর ২০২৪ , ১২:৫৪ এএম
সম্প্রতি শিক্ষার্থীদের হাতে আঁকা গ্রাফিতিগুলো অসাধারণ, মেধাদিপ্ত ও ঐতিহাসিক উল্লেখ করে এগুলো সংরক্ষণের আহবান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডঃ আসিফ নজরুল বরাবর প্রেরিত এক পত্রে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, গ্রাফিতিগুলো নতুন প্রজন্মের অসাধারণ মেধার বহিঃপ্রকাশ এবং ২০২৪ সালের আগস্ট বিপ্লবের স্মৃতি বহন করে। এই অমুল্য সম্পদ বিভিন্ন শহরের দেয়াল থেকে মুছে যাচ্ছে বা নষ্ট হচ্ছে।
উল্লেখ্য গত জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনে ঘটে যাওয়া আন্দোলনকে কেন্দ্র করে দেশের শহরগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে কথা ও ছবির মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করে যা অসাধারণ শিল্পকর্ম হয়ে ওঠে। এগুলো নষ্ট হলে দেশের এই গর্বিত প্রজন্মের হাতের তুলিতে সৃজিত বিপ্লবের স্মারকগুলি সম্পর্কে পরবর্তী প্রজন্ম জানতে পারবে না।
এই অমুল্য গ্রাফিতিগুলোর ছবি তুলে অলংকারক শিক্ষার্থীদের নাম ও পরিচয় উল্লেখ করে অবিলম্বে একটি রাষ্ট্রীয় এ্যালবাম করতে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানান দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।