জাতীয়

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ১৫ অক্টোবর ২০২৪ , ৩:০৩ পিএম

 

বৈষম্য দূরীকরণের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনো দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।

অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে আসা প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। তাদের প্রত্যাশা,অতি দ্রতই যেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয়। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে কর্মসূচি থেকে জানানো হয়।