জাতীয়

নিবন্ধন ও প্রতীক পেলো গণসংহতির রাজনৈতিক দল।

  dailydinlipi24 দৈনিক দিনলিপি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০২ পিএম

নিবন্ধন ও প্রতীক পেলো গণসংহতির রাজনৈতিক দল।
নিজস্ব প্রতিবেদক:

নিবন্ধন ও প্রতীক পেলো নতুন এক রাজনৈতিক দল
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো গণসংহতি আন্দোলন। দলটিকে মাথাল মার্কা  প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির হাতে তুলে দেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

 

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়াও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধান সমন্বয়ক সাকি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট কায়দায় রাজনৈতিক দলগুলোকে সংকুচিত করে রাখার অংশ হিসেবে অতীতে নিবন্ধন দেয়া হয়নি গণসংহতি আন্দোলনকে। তারমতে দল নিবন্ধন বিধিমালা পরিবর্তন করা উচিৎ, যেন রাজনৈতিক দল পছন্দমত প্রতীক নিতে পারে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করলে, ২০১৮ সালের নির্বাচনের আগে ইসি সেটি নাকচ করলে উচ্চ আদালতে যান তারা।

 

পরে উচ্চ আদালত গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়ার আদেশ দিলে সেটির বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন।