dailydinlipi24 দৈনিক দিনলিপি ৯ অক্টোবর ২০২৪ , ৯:১৪ পিএম
সেনাবাহিনী ময়মনসিংহ ও শেরপুরে বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ও ত্রাণ বিতরণ করেন।
ময়মনসিংহ জেলার ২ টি ও শেরপুর জেলার ৪ টি উপজেলায় বন্যা দূর্গতদের চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণসামগ্রী বিতরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে সদর দপ্তর আর্টডক ও ১৯ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ।
সেনাবাহিনী কর্তৃক ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাসমূহ হতে ৮৭৯ জন পানিবন্দি মানুষকে উদ্ধার, ৮৪২ জনকে চিকিৎসা সেবা প্রদান, ৬৫০০ প্যাকেট শুকনো খাবার ও ১৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।